হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে শানজিল (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) দুপুর ২টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শানজিল একই উপজেলার ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী শানজিল স্থানীয় ধারা বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিল। বাড়ি কাছাকাছি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে সড়কেই পড়ে যায় শানজিল। পরে যাত্রীবাহী বাসটি পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে হালুয়াঘাট বাস টার্মিনালের দিকে রওনা দেয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।