এ জি মুন্না, নীলফামারী : নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বামনা-বামনী এলাকার মৃত. নছির উদ্দিন প্রামানিকের ছেলে জাহেনুর ইসলাম পাওনা টাকা আদায়ের জন্য যতিন্দ্রনাথ রায় নামে জলঢাকা থানায় একটি লিখত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জাহেনুর ইসলামের কাছে সদরে রামনগর ইউনিয়ন বাহালীপাড়া এলাকার মৃত. ভদ্র মোহন রায়ের ছেলে যতিন্দ্রনাথ রায় তার মেয়ের বিয়ের জন্য তিন ধাপে দু’টি জুডিসিয়াল স্ট্যাম্পে ৬ মাসের অঙ্গীকার নামায় স্বাক্ষর করে তিন ধাপে ৩ লাখ টাকা ধার নেয়। পাওনা টাকা চাইতে গেলে টাকার বিষয় অস্বীকার করেন এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীত প্রদান করেন।
পাওনা টাকার বিষয় জানতে চাইলে জতিন্দ্রনাথ রায় অস্বীকার করে বলেন, আমি জাহেনুর ইলামের কাছে কোন টাকা ধার নেই নাই। এখন সে আমার উপর থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন তুলেন নাই।