হালুয়াঘাট (ময়মনসিংহ) : নির্বাচনী এলাকার প্রত্যেক ইউনিয়নে উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়া-ধোবাউরা) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় হালুয়াঘাটের কংশ নদের ওপর ১৭ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ৩টি ফুট ্িব্রজের উদ্বোধন ও নাম ফলক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।
শনিবার (১৯ জুন) দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নে ডোবারপাড় ঈদগাহ্ মাঠে আনুষ্ঠানিকভাবে নির্মিত ৩টি ফুট ব্রিজের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি সংসদ সদস্য জুয়েল আরেং।
ব্রিজ ৩টি হলো- কংশ নদের গজারিয়া পাড়া মাদরাসা এলাকা, চরগোরকপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ও ডোবারপাড় বাজার এলাকায় নির্মাণ করা হয়েছে। এতে হালুয়াঘাট-ফুলপুর দুই উপজেলার কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সুগম হলো বলে জানান স্থানীয়রা।
আলোচনা সভায় এমপি জুয়েল আরেং তার বক্তব্যে বলেন, গ্রামীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। গ্রামের প্রত্যন্ত এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। অবহেলিত অঞ্চল বলে কোন কথা কথা নয়। আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিয়নে উন্নয়ন কাজ চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে আসছে অর্থবছরে সেগুলো বাস্তবায়ন করা হবে। এই অঞ্চলের রাঙ্গামাটিয়া নদে বাঁধ নির্মাণ প্রকল্পে ও ভাঙন প্রতিরোধে ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা অতি শীঘ্রই শুরু হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ‘রূপকল্প ২০৪১’ যেভাবে প্রণয়ন করেছেন তা বাস্তবায়ন হবে। বাংলাদেশ উন্নতশীল দেশে পরিণত হবে। সর্বস্তরের জনগণ উন্নয়নে সহযোগী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, আব্দুল ওয়াহাব, মো. বজলুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, মো. সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।