রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি) : কলাপাড়ায় রেকর্ডীয় জমির সীমানার অর্ধশতাধিক কলা গাছ উপড়ে এবং বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের কৃষক গাজী সাইদুর রহমানের জমির সীমানায় রোপন করা গাছগুলো প্রতিপক্ষের নির্দেশে দূর্বৃত্তরা এসব গাছ নিধন করে বলে অভিযোগ ওঠেছে।
ভুক্তভোগী গাজী সাইদুর রহমান তার অভিযোগে উল্লেখ করে বলেন, শুক্রবার চান্দুপাড়া মৌজার বিএস ২৮ নং জেএল এর নিজ রেকর্ডীয় দেড় একর জমিতে কলাগাছ রোপন করেন। গাছ রোপন করার পর পরই দূর্বৃত্তরা কলাগাছ, চাম্বল ও মেহগনীসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও উপড়ে ফেলে।
গাজী সাইদ আরো দাবি করেন, গাছ লাগানো জমি তার নিজের নামে রেকর্ড করা। ওই জমিতে আমি গাছ রোপন করেছি। স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে আঁতাত করে আমাকে আমার রেকর্ডীয় জমি থেকে বঞ্চিত করা এবং আমাকে খুন-জখমের উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে।
অভিযুক্ত নজরুল ইসলাম খান খোকন গণমাধ্যমকে বলেন, বিরোধীয় জমি আমাদের মায়ের ওয়ারিশ প্রাপ্ত জমি। ওই জমি আমরা বন্টন করে ভোগ করছি। ওই জমি গাজী সাইদ এবং আমাদের নামে রেকর্ড করা হয়। আমার ঘেরের পাড়ে গাছ রোপ করা হলে আমি তা উপড়ে ফেলেছি। তবে খাস জমিতে ঘের নির্মাণ করার বৈধ কোন কাগজ না থাকার বিষয়ে যৌক্তিক কোন উত্তর দিতে পারেনি সে।
এ বিষয় লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ছয় মাস আগে স্থানীয় পর্যায়ের সালিশ বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী সাইদ ও নজরুল ইসলাম খান খোকনসহ অন্যান্য ওয়ারিশদের জমি বন্টন করা হয়। তবে সেই জমিতে উদ্দেশ্য মূলকভাবে বিবাদ সৃষ্টি করার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করা হবে।