1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ক গ্রেপ্তার মহারাষ্ট্রে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্ক, নিহত ১২ শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, যানবাহনে আগুন জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম বকশীগঞ্জে সাংবাদিক জলিল খানের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ শরণখোলার ৪’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন

কলাপাড়ায় লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি) : কলাপাড়ায় রেকর্ডীয় জমির সীমানার অর্ধশতাধিক কলা গাছ উপড়ে এবং বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের কৃষক গাজী সাইদুর রহমানের জমির সীমানায় রোপন করা গাছগুলো প্রতিপক্ষের নির্দেশে দূর্বৃত্তরা এসব গাছ নিধন করে বলে অভিযোগ ওঠেছে।
ভুক্তভোগী গাজী সাইদুর রহমান তার অভিযোগে উল্লেখ করে বলেন, শুক্রবার চান্দুপাড়া মৌজার বিএস ২৮ নং জেএল এর নিজ রেকর্ডীয় দেড় একর জমিতে কলাগাছ রোপন করেন। গাছ রোপন করার পর পরই দূর্বৃত্তরা কলাগাছ, চাম্বল ও মেহগনীসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও উপড়ে ফেলে।
গাজী সাইদ আরো দাবি করেন, গাছ লাগানো জমি তার নিজের নামে রেকর্ড করা। ওই জমিতে আমি গাছ রোপন করেছি। স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে আঁতাত করে আমাকে আমার রেকর্ডীয় জমি থেকে বঞ্চিত করা এবং আমাকে খুন-জখমের উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে।
অভিযুক্ত নজরুল ইসলাম খান খোকন গণমাধ্যমকে বলেন, বিরোধীয় জমি আমাদের মায়ের ওয়ারিশ প্রাপ্ত জমি। ওই জমি আমরা বন্টন করে ভোগ করছি। ওই জমি গাজী সাইদ এবং আমাদের নামে রেকর্ড করা হয়। আমার ঘেরের পাড়ে গাছ রোপ করা হলে আমি তা উপড়ে ফেলেছি। তবে খাস জমিতে ঘের নির্মাণ করার বৈধ কোন কাগজ না থাকার বিষয়ে যৌক্তিক কোন উত্তর দিতে পারেনি সে।
এ বিষয় লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ছয় মাস আগে স্থানীয় পর্যায়ের সালিশ বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী সাইদ ও নজরুল ইসলাম খান খোকনসহ অন্যান্য ওয়ারিশদের জমি বন্টন করা হয়। তবে সেই জমিতে উদ্দেশ্য মূলকভাবে বিবাদ সৃষ্টি করার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com