স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে ৪২টি দৃষ্টিনন্দন ঘর। প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট এবং সামনের দিকে টানা বারান্দা। সরকারি নির্দেশনা অনুযায়ী টাস্কফোর্স কমিটির মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে সেমিপাকা ঘরগুলোর নির্মাণ করা হয়।
রোববার (২০জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪২ পরিবারের মধ্যে ঘরগুলো প্রদান করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) কাউসার আহমেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, প্রথম পর্যায়ে এ উপজেলায় ৫৮টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ২য় পর্যায়ে আজ (২০জুন) আরো ৪২টি পরিবারকে এসব ঘর প্রদান করা হলো। সাথে সাথে বন্দোবস্তকৃত ২ শতাংশ খাস জমির কবুলিয়ত ও নামজারী করাসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম শেষে ঘরের চাবি তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৪২টি ঘরের মধ্যে টালকি ইউনিয়নের জামতলীতে ৬টি ও চন্দ্রকোনা ইউনিয়নে বাছুর আগলী ও চকবড়ইগাছীতে ৩৬টি।