শেরপুর : দ্বিতীয় ধাপে শেরপুর জেলার ভূমিহীন-গৃহহীন ১৭৬টি পরিবার পেলো একটি করে আধাপাকা বাড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রবিবার (২০জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এসব ঘর বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে ‘কেউ গৃহহীন থাকবে না’ এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন-গৃহহীনদের মাঝে এসব ঘর বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনারকলি মাহবুব, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর সদরে ৩০টি, নালিতাবাড়ীতে ৫০টি, নকলায় ৪২টি, শ্রীবরদীতে ২০টি ও ঝিনাইগাতী উপজেলায় ২৫টি ঘর বিতরণ করা হয়।