হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার হিসেবে ৪০টি ভূমি ও গৃহহীন পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০জুন (রবিবার) বেলা সাড়ে ১০টায় দেশব্যাপি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ৪০ জন ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান উপলক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাটামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় হালুয়াঘাট উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি ও আজ ২য় পর্যায়ে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরসহ জমির দালিলিক কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়েছে।