নালিতাবাড়ী (শেরপুর) : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নালিতাবাড়ীর ভূমি ও গৃহহীন ৫০টি পরিবার জমিসহ সেমিপাকা ঘর উপহার পেয়েছে। রবিবার (২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য স্থানের ন্যায় নালিতাবাড়ীতেও ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান একযোগে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারী-কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলার প্রতিবন্ধি, ভিক্ষুক, বিধবা, দিন মজুর গৃহহীন ৫০টি পরিবারকে দুই শতক জমিসহ বিনামূল্যে দুই কক্ষ বিশিষ্ট বারান্দাযুক্ত পাকা ঘর করে দেওয়া হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রতিটি ঘর নির্মাণ বাবদ খরচ হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা।