স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা কম্পাউন্ডের ভেতরে অডিটরিয়াম সংলগ্ন নতুন দ্বিতীয় পুকুর খনন প্রকল্পের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
রবিবার (২০ জুন) দুপুরে প্রকল্পটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুর রহমান, অফিসার ইনচার্জ মো.মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন শামিম প্রমুখ।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা (ডিডিএম), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থবছরে প্রকল্পটিতে বরাদ্ধ ধরা হয়েছে ১শ মেট্টিকটন চাল।