শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ইউএসও ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গত রবিবার (২০ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিরচর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার মালিরচর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে রুবেল ও মেছের চর গ্রামের আজগর আলীর ছেলে ওয়াজ কুরুনীসহ ডলার প্রতারণার একটি চক্র দীর্ঘদিন যাবত বকশীগঞ্জ, শ্রীবরদী, জামালপুর ও ইসলামপুরসহ বিভিন্ন জেলা- উপজেলায় ডলার প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেরামারা থানার কুদালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এর সাথে প্রতারণা করে রুবেল ও তার সঙ্গীয় প্রতারক চক্র। শফিকুল ইসলামের সাথে রুবেলের ইমুতে পরিচয় হয়। সে সুবাদে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রুবেল শফিকুলকে ডলার ৪৭ হাজার ইউএসএ ডলার দিয়ে ৪ লাখ ৪৫ হাজার টাকা চায়। পরে শফিকুল ইসলাম গত ২ মে শ্রীবরদী থানার কর্ণঝোড়া বাজার মসজিদ সংলগ্নে ৪ লাখ ৪৫ টাকা দিয়ে ৪৭ হাজার ইউএসএ ডলার নিয়ে যায়।
শফিকুল বাড়িতে গিয়ে দেখে যে, ইউএসএ ডলারের পরিবর্তে সাদা কাগজ কাটিং করে বান্ডিল করে দিয়েছে প্রতারক চক্রে রুবেল ও তার সঙ্গীয়রা। শফিকুল বিষয়টি শ্রীবরদী থানায় অভিযোগ দিলে পুলিশ আমলে নিয়ে রুবেলর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার সঙ্গী প্রতারক চক্রের আরেক সদস্যদের গ্রেফতার করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরো কে জড়িত আছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য দু’জনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।