নালিতাবাড়ী (শেরপুর) : মোবাইল ফোনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে দ্বিগুণ উপবৃত্তির লোভে ফেলে দশম শ্রেণির দরিদ্র এক শিক্ষার্থীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫৮০ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। মঙ্গলবার (২২ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ০১৬০১-৬৬৫৫১২ এই মোবাইল নাম্বার থেকে পাইখাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এক প্রতারক। পরে গোপন রাখার শর্তে ওই শিক্ষার্থীর পূর্বে প্রাপ্ত উপবৃত্তির বিবরণ শোনিয়ে অভিনব পদ্ধতিতে বলা হয়, বিকাশের মাধ্যমে যে পরিমাণ টাকা পাঠানো হবে তার দ্বিগুণ উপবৃত্তি তাকে দেওয়া হবে। প্রতারকের এমন অভিনব আশ্বাসে কাউকে না জানিয়ে স্থানীয় কদমতলা বাজারের একটি ব্যবসায়িক বিকাশ নাম্বার থেকে সর্বমোট ২৫ হাজার ৫৮০ টাকা বাকীতে কথিত প্রতারকের দেওয়া ০১৮১২-৮৮৯৬৫৩ নাম্বারে বিকাশ করে ওই শিক্ষার্থী। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীর নাম্বারে দ্বিগুণ টাকা সংক্রান্ত ফেরত ম্যাসেজ না এলে তার সন্দেহ হয়। একপর্যায়ে প্রতারকের দুইটি নাম্বারে ফোন করা হলে আর সাড়া পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি ততক্ষণে জানাজানি হয়ে যায় এবং বাকী টাকা পরিশোধ করতে শিক্ষার্থীকে বলা হয়। বাধ্য হয়ে দোকানে থাকা শিক্ষার্থীর ২৫ হাজার ৫৮০ টাকা বকেয়া পরিশোধ করে শিক্ষার্থীর দিনমজুর বাবা।