নালিতাবাড়ী (শেরপুর) : নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সকালে শহরের উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির অন্যতম সদস্য গোপাল চন্দ্র সরকার, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, কৃষক লীগের যুগ্ম-আহবায়ক চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে সভায় অংশ নেন।