বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। অনেকেই আবার বেশ জনপ্রিয়। কেউ বা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউ বা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ৮ নং রূপনারায়নকুড়া ইউনিয়নের নির্বাচনী হালচাল।
১৩টি গ্রাম নিয়ে গঠিত ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ। যেখানে বর্তমান মোট ভোটার সংখ্যা ১৪ হাজারের বেশি। শিক্ষা-কৃষিতে তুলনামূলক ভালো হলেও যোগাযোগ ব্যবস্থায় এখনও কিছু এলাকা দূর্ভোগপূর্ণ। এ ইউনিয়নে ডানপন্থি তথা জামায়াত পন্থি ভোটার উল্লেখযোগ্য। রয়েছে বিএনপির ভোটারের আধিক্যও। তবে সময়ের ব্যবধান ও প্রয়োজনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থনকারীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইউনিয়নটিতে। ফলে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেও সংশ্লিষ্ট প্রার্থীর ব্যক্তিগত ও পারিবারিক অবস্থান দৃঢ় না হলে নিরপেক্ষ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা অনেকটা দুরূহ। অবশ্য অনেকটাই প্রার্থীনির্ভর নির্বাচন এখানে হয়ে থাকে। প্রার্থীর নিজস্ব অবস্থান শক্ত হলে সেক্ষেত্রে আঞ্চলিকতার টানে ফলাফল পাল্টে যেতে খুব বেশি বেগ পেতে হয় না।
আসন্ন নির্বাচনে এ ইউনিয়নে যারা চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, আওয়ামী ঘরানার মুঞ্জুর আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহমান তারা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ খান লাকি, ইউনিয়ন যুবলীগ নেতা সোলায়মান অনিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক লিটন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল বাতেন মজনু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুর রহমান বাচ্চু ও ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল রানা।
প্রচারে দশজন প্রার্থীর নাম শোনা গেলেও ভোটারদের আলোচনায় বেশি উঠে আসেন চার প্রার্থী। এরা হলেন- সাবেক চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান, মুঞ্জুর আল মামুন ও আব্দুর রহমান তারা।
এদের মধ্যে, সাবেক চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল বংশগতভাবেই বেশ শক্ত অবস্থানে রয়েছেন। পারিবারিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তি ইমেজ সবমিলিয়ে দলীয় সমর্থন পেলে নির্ধিদ্বায় তিনি নির্বাচিত হবেন বলে মনে করেন ভোটারেরা।
বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানের বিনয়ী মনোভাব মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। যদিও নির্বাচিত হওয়ার পর থেকে কিছু ভুলের মাশুল তাকে আজও গুণতে হচ্ছে। তবে অন্যান্য এলাকার জনপ্রতিনিধির তুলনায় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ অপেক্ষাকৃত অনেক দূর্বল। এখানে মূলত প্রতিপক্ষ খুব সক্রীয় হওয়ায় তাকে বেশি বেগ পেতে হয় সবসময়। তবে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আগের যে কোন সময়ের চেয়ে দৃশ্যমান উন্নয়ন বেশি হয়েছে- তা ভোটারেরা অকপটেই স্বীকার করেন। দলের প্রতি নিরলস শ্রম আর দলীয় সকল কর্মকান্ডে সক্রীয় অংশগ্রহণ তাকে দলের কাছে ভারি করে তোলেছে।
তরুণ্যের দীপ্তি নিয়ে বেশ আলোচনায় স্বতন্ত্র প্রার্থী মুঞ্জুর আল মামুন। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যিনিই পান মূল প্রতিদ্বন্দ্বিতা তার সাথেই করতে হবে বলে মনে করেন স্থানীয় ভোটাররা। গেল নির্বাচনে অংশ নিয়েও তিনি তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ছাত্র ও যুবনেতা আব্দুর রহমান তারা পরপর দুইবার নির্বাচনে অংশ নিয়ে বেশ শক্ত অবস্থান তৈরি করলেও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তাকে সফলতার চুঁড়ায় পৌছাতে দেয়নি। এবারও তিনি আলোচনায় থাকলেও দলীয় কারণে শেষ পর্যন্ত নির্বাচনে আসতে পারেন কিনা তাতে সন্দেহ রয়েছে।
সর্বোপরি, আওয়ামী লীগ থেকে সাবেক চেয়ারম্যান এইএচএম মোস্তফা কামাল মনোনীত হলে ইউনিয়নটি নির্ধিদ্বায় আওয়ামী লীগের ঘরে আসার সম্ভাবনা উজ্জল। অন্যদিকে জোড়ালো বিদ্রোহী থাকার সম্ভাবনা না থাকায় মিজানুর রহমানকে দলীয় মনোনয়ন দিলে তারও উঠে আসার সম্ভাবনা রয়েছে। ফলে এইএচএম মোস্তফা কামাল অথবা মিজানুর রহমান অন্যদিকে মুঞ্জুল আল মামুন এ দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করেন ভোটারেরা। শেষ পর্যন্ত আব্দুর রহমান তারা মাঠে হাজির হলে লড়াই হবে তখন ত্রিমুখী।
ইউনিয়ন ওয়ারী ধারাবাহিক প্রতিবেদন চলবে-