রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় হঠাৎ করে করোণার সংক্রমণ বেড়ে গেছে। কলাপাড়া স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, গত ১ সপ্তাহে ৬৪ জনের পরীক্ষায় ৩৯ জন করোনা শনাক্ত হয়েছেন। এতে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৯৩ ভাগ। করোনা সংক্রমণ উচ্চহারে শঙ্কাজনক থাকলেও শতকরা ৯০ জনের বেশি মানুষ এই শহরে চলাচল করছে মাস্কবিহীন। স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পৌরসভার কোন সচেতনতামূলক কার্যক্রম নেই। চলছে যেন সবাই ফ্রি-স্টাইলে।
কলাপাড়া স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত কলাপাড়ায় আইসোলেশনে আছেন ২৭ জন আর হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ জন।
উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময় যেসব রোগী শনাক্ত হয়েছেন তার ৯৫ ভাগ ছিল শহর কেন্দ্রীক। কিন্তু দ্বিতীয় দফায় বেশি শনাক্ত হচ্ছেন বিভিন্ন গ্রামীণ জনপদ পর্যন্ত।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: চিন্ময় হাওলাদার এ প্রতিবেদককে বলেন, করোনা শনাক্তের হার উদ্বেগজনক। তিনি আরও জানান, মানুষকে মাস্ক পড়া ও স্যানিটাইজার ব্যবহারসহ বিভিন্ন ধরণের সচেতনতামূলক কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে। প্রতিদিনই উপজেলা প্রশাসনসহ থানা পুলিশকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সুপারিশ করা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক গণমাধ্যমকে জানান, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা পরিষদের মাসিক সভায় সকল চেয়ারম্যানদের এ বিষয় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া আছে।