কক্সবাজার: কক্সবাজার সদরের খরুলিয়ায় কথা কাটাকাটির জেরে বখাটের উপর্যুপরি ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৬ জুন) বিকেলে খরুলিয়া ঘাটপাড়া এলাকার ছলিমের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. মোরশেদ কামাল (২২) শহরের কলাতলী এলাকার আবু ছৈয়দের ছেলে। তবে দীর্ঘদিন ধরে ঘাটপাড়া এলাকায় সপরিবারে বসবাস করে আসছেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাটপাড়া-কোনারপাড়া রাস্তার মাথায় মোরশেদ কামাল নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী মিজান নামে স্থানীয় এক যুবক জানান, বিকেলের দিকে কোনারপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফরিদের ছেলে কপিল উদ্দিন নামে এক বখাটের সঙ্গে মোরশেদের কামালের একে অপরকে ইয়াবা ব্যবসায়ী বলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোরশেদকে ছুরিকাঘাত করে কপিল। এতে তার মৃত্যু হয়।
জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গীয়াস বলেন, খরুলিয়ায় নিহতের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। খোঁজখবর নিয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।