1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ক গ্রেপ্তার মহারাষ্ট্রে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্ক, নিহত ১২ শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, যানবাহনে আগুন জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম বকশীগঞ্জে সাংবাদিক জলিল খানের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ শরণখোলার ৪’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন

নালিতাবাড়ীতে বনখেকোদের অত্যাচারে অতীষ্ঠ বন বিভাগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুুটিলা রেঞ্জের অধীন সমশ্চূড়া বন বিটের গাছ চুরিতে মেতে ওঠেছে ওই গ্রামেরই কতিপয় বনখেকো। বনের মূল্যবান গাছ থেকে শুরু করে পাথর উত্তোলন যাদের পেশা। বন বিভাগের চোখের আড়ালে দিনে বা রাতের আঁধারে এদের অত্যাচারে উজার হতে চলেছে সরকারী বন।
বন বিভাগ জানায়, ছাইদুল ইসলাম চলতি বছরের গত ৮ মে সমশ্চূড়া সরকারী সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সেগুন গাছ কেটে নেওয়ার পথে বন বিভাগের লোকজন দেখে ফেলে। এসময় গাছ ফেলে ছাইদুল ইসলাম গংরা দৌড়ে পালিয়ে গেলেও ট্রলিভর্তি চুরি করা ৫ টুকরা সেগুন কাঠ (১৫.০৯ ঘনফুট) জব্দ করেন বিট কর্মকর্তা আঃ রউফ মিঞা। পরে এ নিয়ে বন আদালতে একটি মামলা দায়ের করা হয়।
মামলার আসামীরা হলো, ছাইদুল ইসলাম (৪৫) রবিউল বাবু (২০), হৃদয় সাংমা (১৮), মিস্টার (২৩), ফেরদৌস (১৯), শাখাওয়াত েেহাসেন (১৯)।
বিট অফিসার আব্দুর রউফ মিঞা জানান, এর আগেও ছাইদুল ইসলাম বনের গাছ চুরি করেছিল। ছাইদুলের বিরুদ্ধে গাছ চুরির মামলা বন আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, বন আইনে ছাইদুল ইসলাম গংদের নামে মামলা দেওয়ায় ছাইদুল ইসলাম আরও বেপরোয়া হয়ে ওঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, প্রতিনিয়ত বনের গাছ চুরি করাই হচ্ছে ছাইদুলের কাজ। আবার সিনাজুরিও করছে সাইদুলসহ গংরা। ছাইদুলসহ অন্যান্য গাছ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবীও জানান বন বিভাগের অংশীদারগণ।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, বন বিভাগের জনবল সংকট থাকায় গাছ চোরদের অত্যাচার বেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com