মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুুটিলা রেঞ্জের অধীন সমশ্চূড়া বন বিটের গাছ চুরিতে মেতে ওঠেছে ওই গ্রামেরই কতিপয় বনখেকো। বনের মূল্যবান গাছ থেকে শুরু করে পাথর উত্তোলন যাদের পেশা। বন বিভাগের চোখের আড়ালে দিনে বা রাতের আঁধারে এদের অত্যাচারে উজার হতে চলেছে সরকারী বন।
বন বিভাগ জানায়, ছাইদুল ইসলাম চলতি বছরের গত ৮ মে সমশ্চূড়া সরকারী সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সেগুন গাছ কেটে নেওয়ার পথে বন বিভাগের লোকজন দেখে ফেলে। এসময় গাছ ফেলে ছাইদুল ইসলাম গংরা দৌড়ে পালিয়ে গেলেও ট্রলিভর্তি চুরি করা ৫ টুকরা সেগুন কাঠ (১৫.০৯ ঘনফুট) জব্দ করেন বিট কর্মকর্তা আঃ রউফ মিঞা। পরে এ নিয়ে বন আদালতে একটি মামলা দায়ের করা হয়।
মামলার আসামীরা হলো, ছাইদুল ইসলাম (৪৫) রবিউল বাবু (২০), হৃদয় সাংমা (১৮), মিস্টার (২৩), ফেরদৌস (১৯), শাখাওয়াত েেহাসেন (১৯)।
বিট অফিসার আব্দুর রউফ মিঞা জানান, এর আগেও ছাইদুল ইসলাম বনের গাছ চুরি করেছিল। ছাইদুলের বিরুদ্ধে গাছ চুরির মামলা বন আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, বন আইনে ছাইদুল ইসলাম গংদের নামে মামলা দেওয়ায় ছাইদুল ইসলাম আরও বেপরোয়া হয়ে ওঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, প্রতিনিয়ত বনের গাছ চুরি করাই হচ্ছে ছাইদুলের কাজ। আবার সিনাজুরিও করছে সাইদুলসহ গংরা। ছাইদুলসহ অন্যান্য গাছ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবীও জানান বন বিভাগের অংশীদারগণ।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, বন বিভাগের জনবল সংকট থাকায় গাছ চোরদের অত্যাচার বেড়ে গেছে।