নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা রয়েছেন বেশ আলোচনায়।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১২টি ইউনিয়নেই নবীণ-প্রবীণ প্রার্থীরা রয়েছেন প্রচার-প্রচারণায়। তবে এরমধ্যে সবচেয়ে বেশি প্রচারণায় নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বাসিন্দা ও টাঙ্গাইলের একটি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা। চলতি বছরের শুরু থেকেই যিনি নিরলসভাবে একটানা মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিন কোন না কোন গ্রাম-পাড়ায় তার পদচারণা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। হাস্যোজ্জল ও সদালাপী তোফাজ্জল হোসেন রানা সকাল-বিকেল শুধু বাড়ি বাড়ি নয়, দুয়ারে দুয়ারে ছেলে-বুড়ো-নারী সবশ্রেণির সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন।
শুধু ভোটার নয়, নিজের প্রার্থীতা ঘোষণা দেওয়ার পর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচী এবং উপজেলার সকল রাজনৈতিক কর্মসূচীতে তিনি শতভাগ অংশগ্রহণ করে চলেছেন। কর্মী বাহিনী হিসেবে সাথে পেয়েছেন তার বন্ধু মহল ও তরুণ প্রজন্মের ভোটারদের। লক্ষ্য একটাই- যে কোন মূল্যে দলীয় সমর্থন অর্জন আর ভোটারদের হৃদয়ে জায়গা করে নেওয়া।
স্থানীয় ভোটাররা জানান, এর আগে কোন প্রার্থীই তোফাজ্জল হোসেন রানার মতো আমাদের এতোটা কাছে আসেননি। রানা প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছেন বলে ইতিমধ্যেই ইউনিয়নের সবচেয়ে বেশি আলোচনায় তিনি। তারা আরও জানান, জনপ্রতিনিধি হিসেবে আমরা এমন একজন সদালাপী ও শিক্ষিত প্রার্থীই প্রত্যাশা করি। যার কাছে সবসময় সব বিষয় নিয়ে আমরা যেতে পারব।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এখনও ইউনিয়নটিতে বর্তমান চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান রয়েছেন জনপ্রিয়তায় তুঙ্গে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী খুঁজে পাওয়া দুস্কর। এক্ষেত্রে নবীণ হয়েও তোফাজ্জল হোসেন রানা মাঠ দখল করে চলেছেন প্রাতিনিয়ত। বিশেষ করে, নারী ভোটরদের আকৃষ্ট করতে তার কৌশল ফলপ্রসূ। বর্তমান চেয়ারম্যান এর সাথে পাল্লা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে গেলে রানার বিকল্প এখনও তৈরি হয়নি। এমতাবস্থায় তোফাজ্জল হোসেন রানাকে যদি আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে তবে বিজয় ছিনিয়ে আনা অনেকটাই সম্ভব।