স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পারফেক্ট এগ্রো প্রজেক্ট এন্ড হাইটেক নার্সারীর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯জুন) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভূর্দীর সাতানিপাড়ায় প্রধান অতিথি হিসেবে ওই নার্সারীর শুভ উদ্বোধন করেন বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিতি ছিলেন, পারফেক্ট স্কুলের পরিচালক ও পারফেক্ট এগ্রো প্রজেক্ট এন্ড হাইটেক নার্সারীর উদ্যোক্তা আলহাজ্ব মনিরুজ্জামান মনির, ব্যাংকার জাকির হোসেন, মাদরাসার মোহতামিম মো. হাফিজুর ইসলাম, ডা: মিরাজ আলী, ইউপি সদস্য আনসার আলী, শরিফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পারফেক্ট এগ্রো প্রজেক্ট এন্ড হাইটেক নার্সারীর উদ্যোক্তা আলহাজ্ব মনিরুজ্জামান মনির বলেন, প্রায় ১২০ প্রকারের দেশি-বিদেশীসহ ফলদ, বনজ, ঔষধি বিভিন্ন গাছ সংগ্রহ করে সখের বাগান তৈরি করেছি। আমার এই নার্সাসীতে পাইকারী ও খুচরা মুল্যে সকল প্রকার গাছ পাওয়া যাবে। আমার উদ্যোশ্য হচ্ছে সবুজ বাংলাদেশ গড়ার।
যেসব গাছ এই নার্সারীতে পাওয়া যাবে দেশী/হাইব্রীড ফলঃ চায়না-৩ লিচু, বেদানা লিচু, বিভিন্ন বারি আম, চিয়াং মাই আম, কাটিমন/বারোমাসি আম, ব্যানানা ম্যাংগো, কিংচাকাপাত সহ বিভিন্ন জাতের আম, বারোমাসি সজিনা, চালতা, কদবেল, বকফুল, আমলকি, বারি সুপারী, সীডলেস লেবু, থাই কাগজি লেবু, জামরুল, লটকন, বারোমাসি কাঁঠাল, পিংক কাঁঠাল, আমড়া, মিষ্টি জলপাই, থাই শরিফা, লাল শরিফা, মিষ্ট তেঁতুল, মাধূরী পেঁয়ারা, থাই-৫ পেঁয়ারা, মিস্টি করমচা, ভিয়েতনামি নারকেল, সাদা জাম, লাল জাম্বুরা, থাই জাম্বুরা, ডালিম, ছফেদা, বিলম্বি, অরবরই, কামরাঙ্গা, আঁশফল, বিভিন্ন জাতের কুল ইত্যাদি।
বিদেশী/হাইব্রীড ফলঃ ত্বীনফল, অ্যাভোকেডো, মাল্টা, ড্রাগন, রাম্বুটান, ম্যাঙ্গোস্টিন, আপেল, ম্যান্ডারিন কমলা, দার্জিলিং কমলা, চায়না কমলা, কাজুবাদাম, বিলাতি গাব, পিচফল, পারসিমন, সুইট চেরি, ভাগুয়া আনার, নাসপাতি, জয়তুন, ব্লাকবেরী, ম্যাংগোস্টীন, লাল আঙ্গুর, কালো আঙ্গুর, মিষ্টি আঙ্গুর, নাসপাতি, স্ট্রবেরী ইত্যাদি।
মশলা জাতীয়ঃ তেজপাতা, দারুচিনি, অলেজপ্রাইজ, গোলমরিচ, লবঙ্গ/লং, আলুবোখারা, এলাচি ইত্যাদি।
ফুল/ঔষধী/সৌন্দর্য্যবর্দ্ধকঃ আমলকি, হরতকি, বহেড়া, শতমূলী, ক্রিসমাস ট্রি, সাইকাস, উইপিং দেবদারু, অ্যালোভেরা, ছিছিএম, চেরিফুল, রঙ্গন, শতমূল, ঝাউ, গন্ধরাজ, হাইব্রীড গোলাপ ইত্যাদি।