রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ‘আই লাভ ইউ’ বলায় ছালাম (৪৪) ও সোহেল (৪০) নামে দুই জেলেকে ছুড়িকাঘাতে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত জালাল ফকির (৪৫) নামের এক জেলেকে আটক করেছে পুলিশ। আটককৃত জালাল ফকির পাশ্ববর্তী গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে। আহত দুই জেলের বাড়ি বাবলতলা এলাকায়।
কলাপাড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতের দিকে আহত জেলে এবং আটককৃত জেলে উভয় পক্ষই বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় পাশাপাশি ট্রলারে অবস্থানরত ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান জালালকে দুষ্টামির ছলে ‘আই লাভ ইউ’ বলে। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ওই ট্রলারে মাটির চাকতি (ইলিশের জালে ব্যবহৃত) নিক্ষেপ করে।
ঘটনার রাতে উভয়পক্ষ বাবলাতলা বাজারে গেলে সেখানে ফের এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায় ছালামের পেটে ছুড়িকাঘাত করে জালাল। এসময় ছালামকে বাঁচাতে গিয়ে সোহেলও আহত হয়। পরে স্থানীয়রা জালালকে গণধোলাই দিয়ে ছুড়িসহ আটক করে পুলিশে খবর দেয়। স্থানীয়রা রাতেই আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। আহত অপর জেলে সোহেলকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানায়, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে জালালকে রাতেই আটক করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।