1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন

শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন এর মরণোত্তর দাবী প্রদান

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সদস্য ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ইমাম হোসেন নয়ন এর মরণোত্তর দাবী প্রদান করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) দুপুরে শহরের গড়কান্দাস্থ কার্যালয়ে ইমাম হোসেন নয়ন এর স্ত্রী-সন্তানের হাতে সংগঠনটির নিয়মানুযায়ী দাবী পূরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন, উপদেষ্টা ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন, ঋণ কমিটির সদস্য ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ এবং সংগঠনটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটিডে (কালব) এর সহযোগিতায় পরিচালিত শিক্ষক-কর্মচারীদের এ সংগঠন থেকে ইমাম হোসেন নয়ন জীবদ্দশায় ঋণ গ্রহণ করেন। কিন্তু পুরো ঋণ পরিশোধের আগেই ৯৬ হাজার টাকা বকেয়া রেখে গেল বছরের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। পরে সংগঠনের নিয়মানুয়ায়ী ঋণ মওকুফ করে তার সঞ্চয়কৃত ১২ হাজার টাকার লভ্যাংশসহ মোট ১৪ হাজার ৫৭০ টাকা পরিশোধ করা হয়।

এছাড়াও মৃত্যুর সাথে সাথে নিয়মানুযায়ী কাফন-দাফনের ব্যয় বাবদ আরও ১০ হাজার টাকা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com