শ্রীবরদী (শেরপুর) : খাল থেকে নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলেরপাড় (চেনারকুড়) টানা ব্রীজের পাশের খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। পাশ্ববর্তী ঝিনাইগাতী থানার হাতীবান্ধা ইউনিয়নের নয়খা গ্রামের আসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মিয়া জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। গত সোমবার সকাল থেকে কিশোর নয়ন মিয়া বাড়ি থেকে নিখোঁজ হলে বাড়ির লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার সকালে শৈলের পাড় এলাকার লোকজন ওই খালের পানিতে নয়ন মিয়ার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।