নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচির ভার্চুয়ালী অবহিতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। টিকাদানের সার্বিক কার্যক্রমের প্রস্ততি সম্পর্কে বিস্তারিত তথ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা।
ওই অবহিতিকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
সভায় উন্মুক্ত ভার্চুয়ালী আলোচনায় প্রথম পর্যায়ে আগামী তিন দিনের গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বক্তরা সকলের সহযোগিতা কামনা করেন।