স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে দুঃস্বপ্নের এক সফর শেষ করে রাতেই দেশে ফিরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এমনকি মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলে বিশ্রাম নিতে হোটেলেও যাবে না ম্যাথু ওয়েডের দল।
খেলা শেষ করে শেরে বাংলা স্টেডিয়াম থেকেই সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবে টিম অস্ট্রেলিয়া। আজ (সোমবার) দিবাগত রাত ১টায় চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবে ক্যাঙ্গারুরা।
নানা শর্ত জুড়ে দিয়ে এবার বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। বেশিদিন থাকবে না, এক সপ্তাহের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে, সেটা ঠিক করা ছিল আগেই।
তবে যাওয়ার সময় এমন নতমস্তকে ঢাকা ছাড়তে হবে, সেটা নিশ্চয়ই আগে ভাবেনি বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, হবে সংযুক্ত আরব আমিরাতে। তাই বাংলাদেশের স্পিন সহায়ক পিচে খেলতে বাড়তি আগ্রহ ছিল তাদের।
কিন্তু বাংলাদেশে এসে এভাবে কাবু হবে, সেটি প্রত্যাশিত ছিল না অসিদের। তারা এই সফরে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সদের মতো বড় তারকাদের রেখেই চলে এসেছিল।
ভাবটা যেন এমন ছিল, তুড়ি মেরে উড়িয়ে দেবে বাংলাদেশকে! কিন্তু উল্টো নাকাল হতে হলো। দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ খুয়াল। চতুর্থ ম্যাচটি কোনোমতে জিতলেও শেষ টি-টোয়েন্টিতে এসে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে অলআউট হলো অস্ট্রেলিয়া।