নালিতাবাড়ী (শেরপুর) : হাজং সম্প্রদায়ের কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের আত্মহত্যা ও ধর্মান্তরিত হওয়া প্রবণতা রোধ, নিজস্ব ভাষা ও কৃষ্টি-কালচার চর্চা এবং মাদক-মোবাইল আসক্তিসহ অন্যান্য মন্দ কাজের আসক্তি থেকে বিরত রাখতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী উপজেলার কয়রাকুড়ি গ্রামের বন্ধধারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অন্তর হাজং নামে এক শিক্ষার্থী এ সেমিনারের আয়োজন করেন।
সেমিনারে কয়রাকুড়ি গ্রামে বসবাসকারী বিলুপ্ত প্রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং সম্পদায়ের উঠতি বয়সের শিক্ষার্থীরা অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা হাজং সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল কুমার সরকার। সেমিনারে মূল আলোচক ছিলেন এর উদ্যোক্তা ও আয়োজক বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি অন্তর হাজং। আমন্ত্রিত অতিথি হিসেবে সচেতনতামূলক আলোচনা করেন বাংলার কাগজ সম্পাদক ও নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
এসময় হাজং সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষা, মাদক-মোবাইল আসক্তি ও আত্মহত্যা এবং ধর্মান্তরিত হওয়ার প্রবণতা থেকে রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
সেমিনারের উদ্যোক্তা অন্তর হাজং জানান, তিনি ম্যানেজমেন্ট-এ অনার্স কোর্স সম্পন্ন করেছেন। পড়াশোনার পাশাপাশি হাজং সম্প্রদায়কে রক্ষায় সম্পূর্ণ ব্যক্তিউদ্যোগে একশ’টি গ্রামে মোট একশ’টি সেমিনারের উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই ধোবাউড়া, কলমাকান্দা, সুনামগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলার ৩৭টি গ্রামে ৩৭টি সেমিনার সম্পন্ন করেছেন। এছাড়াও হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের মেধা চর্চার জন্য ৫০টি লাইব্রেরির উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই ৮টি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন এ উদ্যোক্তা।