বাংলার কাগজ ডেস্ক : অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে শম্পা হাসনাইনের ২টি উপন্যাস’। ‘চা খাবে মীরু’ ও ‘অ-লক্ষী’ এই দুটি উপন্যাস। এবারের বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে বইমেলার প্যাভেলিয়ান ৫ এ।
বইটি সম্পর্কে লেখক শম্পা হাসনাইন বলেন, চা খাবে মীরুতে আমি গল্প বলার চেষ্টা করেছি। মধ্যেবিত্ত পরিবারের আবেগ অনুভূতি মায়া ও রাগ এসব ব্যাপারের উপর এই উপন্যাসটি। আর অ-লক্ষী আমি বলবো মেয়েদের অনেক ব্যাপার তুলে ধরার চেষ্ঠা করেছি। বর্তমান সময়ে মেয়েরা যেভাবে কষ্ঠ পাই তা তুলে ধরা হয়েছে এই উপন্যাসে।
পাঠকদের উদ্দেশ্য বলবো, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এত অল্প সময়ের মধ্যে পাঠকরা যেভাবে আমার বই নিয়েছেন আরো নেবেন।আর আপনারা সবাই একবার করে হলেও আমার উপন্যাস দুটি পড়বেন।
উল্লেখ্য, শম্পা হাসনাইনের ‘চা খাবে মীরু’ ও ‘অ-লক্ষী’ এই দুটি উপন্যাস অনলাইন বুকশপ রকমারি ডট কম এ পাওয়া যাচ্ছে।
মারুফ সরকার