স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, লিওনেল মেসিকে দলে রাখার শেষ চেষ্টা করছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেই খবরের ভিত্তি যে খুবই দুর্বল ছিল, তা বোঝা গেল মঙ্গলবার রাতে। যেদিন আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি।
স্থানীয় সময় রাত ১০টার পরে (বাংলাদেশ সময় রাত ২টা) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। চুক্তি সাক্ষরের সময় দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন মেসি।
ক্লাবের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে মেসি জানিয়েছেন, তার নিজের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পিএসজির সবকিছুই মিলে যায়। দলের খেলোয়াড়দের প্রতিভা ও কোচিং স্টাফদের আন্তরিকতার বিষয়েও সংশয় নেই মেসির।
পিএসজিতে যোগ দিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে মেসি বলেছেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে।’
তিনি আরও বলেছেন, ‘ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি প্রিন্সের (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।’
একই বিবৃতিতে মেসিকে আগমনী বার্তাও দিয়েছেন পিএসজির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি। মেসি তার নিজের নতুন গন্তব্য হিসেবে পিএসজিকে বেছে নেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলাইফি। মেসির অবদানে পিএসজি আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী ক্লাবটির চেয়ারম্যান।
খেলাইফি বলেছেন, ‘লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি উচ্ছ্বসিত। আমরা তাকে ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই।’
উল্লেখ্য, মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় বিকেলে স্বপরিবারে ল্য বরজে বিমানবন্দরে পৌঁছান মেসি। এরপর পিএসজির মেডিকেল সেন্টার হয় তার শারীরিক পরীক্ষা। যেখান থেকে সবুজ সংকেত পাওয়ার সবশেষে চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টাইন সুপারস্টার।
আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ক্লাবের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পিএসজি। সেখানেই বার্সেলোনা থেকে আসা লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।
আপাতত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেসি ও পিএসজি। অর্থাৎ ২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজিতেই থাকছেন মেসি। তবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেয়ায় মেসির বর্তমান চুক্তিতে ট্রান্সফার ফি’র কোনো বালাই ছিল না। পাশাপাশি তার বেতন-বোনাস সম্পর্কেও পিএসজির বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
তবে সংবাদমাধ্যমের খবর, প্রতি মৌসুমে কর বাদে তার বেতন হবে ২৫ মিলিয়ন ইউরো। অন্যান্য বোনাস মিলিয়ে সংখ্যাটা হবে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ বার্সেলোনায় থাকতে যেমন আয় করতেন মেসি, তেমনই থাকছে তার আয়।