নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার সেট চুরি করে চোরাই মালামালসহ ধরা খেয়েছে খোরশেদ আলম ও বাদল নামে দুই চোর। বুধবার (১১ আগস্ট) ভোররাতে চুরি করে নিয়ে যাওয়ার পর এলাকাবাসীর সন্দেহ হলে মালামালসহ আটক করে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেয় তারা। পরে খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে।
এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোররাতে পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের খোরশেদ আলম ও বাদল নয়াবিল উচ্চ বিদ্যালয়ের কলাপসিবল গেইট এর তালা এবং কম্পিউটার ল্যাব কক্ষের তালা দুটি ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে একটি পিসি, দুইটি মনিটর, দুইটি কি-বোর্ড, একটি মাউসসহ বেশকিছু মাল্টিপ্লাগ ও ক্যাবল চুরি করে বস্তাবন্দি করে নিয়ে যায়। বিদ্যালয়ের নৈশ প্রহরী কাউকে না জানিয়ে রাতে অনুপস্থিত থাকায় কেউ টের পায়নি।
কিন্তু ভোররাতে বস্তাভর্তি কিছু নিতে দেখে মানুপাড়া গ্রামের দুই-তিন যুবক। পরে চোরদের ফলো করে বাড়ি পর্যন্ত গিয়ে চ্যালেঞ্জ করলে ঘটনা প্রকাশ পায়। এমতাবস্থায় তাদের আটকে রেখে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় এবং সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এনে বেঁধে রাখা হয়। খবর পেয়ে চোরাই মালামালসহ অভিযুক্ত দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মনি কুমার সাহা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসি ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।