জামালপুর: জামালপুরের ইসলামপুরে নানার বাড়িতে গলায় আপেল আটকে হযরত আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্র জানায়, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়িকান্দা গ্রামের ফারুক মিয়ার দেড় বছরে শিশু পুত্র হযরত আলী মা ময়না বেগমের সাথে কয়েক দিন আগে ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ডেংগাগড় বানিয়া বাড়ি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকালে আপেল খেতে দিলে গলায় আটকে যায়। পরে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোহসীনা আক্তার সাম্মী মৃত ঘোষণা করেন।
জানা যায়, ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ডেংগাগড় বানিয়াবাড়ি গ্রামের আশরাফ আলী কন্যা ময়না বেগমের সাথে ১০-১২ বছর আগে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়িকান্দা গ্রামের ফারুক মিয়ার বিয়ে হয়। তাদের সংসারের দুই ছেলের মধ্যে হজরত আলী ছোট ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।