1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫ আগস্ট নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতিতে সংবাদ সম্মেলন পিতার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদি ক্ষমতা না থাকলেও থেমে নেই লুটপাট, হরিলুট চলছে থোক বরাদ্দের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে চিকিৎসা দিয়েছি: ডা. এনামুর কঙ্গোর বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নিল এম২৩ বিদ্রোহীরা ২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক জান্নাত ভোলাগঞ্জে পাথর চুরি: রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত

কলাপাড়ায় ভূমি উপ-সহকারী কর্মকর্তার খাজনা-দাখিলায় তুঘলকি কান্ড!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নীলগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তা’র কার্যালয়ের ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ জি-১৬৪৪৩০। গত ২০১৯ সালের ৮জুন ওই রশিদে আম্বিয়া খাতুনের নামে ২৩নং সোনাতলা মৌজার ৫৯১/১ খতিয়ানে ২.৮৭৫০ একর জমির ১৩৭৯ থেকে ১৪২৫ পর্যন্ত ৪৬ বছরের কর ৩ হাজার ৫৮৮ টাকা গ্রহণ করেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা। অথচ রশিদের কার্বন কপিতে খতিয়ান, জমির পরিমাণ এবং খাজনা আদায়ের সাল এক নয়। তবে মৌজা, টাকার পরিমাণ, স্বাক্ষর ও তারিখ একই। এভাবেই ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ (খাজনা-দাখিলা) একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রকে সরবরাহ করেছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

তথ্য অনুসন্ধানে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা তানিয়া আক্তার মুক্তা ২০১৯ সালের ৮ মে সোনাতলা মৌজার এসএ ২ নং সিটভূক্ত ১১৮৬ ও ১১৮৭ নদী’র দাগের ২.৮৭৫০ একর জমির, ১৩৭৯ থেকে ১৪২৫ পর্যন্ত ৪৬ বছরের ভূমি উন্নয়ন কর রশিদ প্রদান করেন আম্বিয়া খাতুনের নামে। অফিসে সংরক্ষিত উক্ত রশিদের কার্বন কপিতে সেটেলমেন্ট খতিয়ানের পরিবর্তে রেকর্ডীয় খতিয়ান ৯১ লেখা রয়েছে। জমির পরিমাণও পাল্টে ১.৮৭৫০ এবং কর আদায়ের সাল ১৩৭৯-৯৭ লেখা রয়েছে। অথচ সোনাতলা মৌজার রেকর্ডীয় ৯১ খতিয়ান এর মালিক আছিয়া খাতুন।

অনুসন্ধানে আরও দেখা যায়, বিশাল একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র সেটেলমেন্ট কেস ৪৪কে/৫২-৫৩ ও ৫০কে/৬৬-৬৭’র দ্বারা সাড়ে সাত একর জমির ভুয়া বন্দোবস্ত মালিকানা সৃষ্টি করে তুলাতলি গ্রামের মোন্তাজ উদ্দীন মৃধার কন্যা আম্বিয়া খাতুনের নামে সৃষ্টি করা হয় ৩৯২২ ও ৩৯২৩ বিএস দাগ, সহিমোহর পর্চা, বিএস হাত পর্চা। এরপর ২০১৯ সালের ৯ মে ইলিশের অভয়াশ্রম খ্যাত আন্ধারমানিক নদীর পাঁচ একর জমি পৃথক দু’টি সাব-কবলা দলিলে, যার নম্বর ২০৫২/১৯ এবং ২০৫৩/১৯, বিক্রী করে কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। সাব-রেজিস্ট্রার কাওসার খান দলিল দুই রেজিস্ট্রি করেন।

এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তানিয়া আক্তার মুক্তা এ প্রতিবেদককে বলেন, সোনাতলা মৌজার রেজিস্ট্রারে ৫৯১/১ খতিয়ান নেই। এর আগে অনেকে বিষয়টি জানতে চেয়েছেন। দাখিলার মূলকপি না দেখে কিছু বলা যাবে না।

সাব-রেজিস্ট্রার কাওসার খান (বর্তমানে নারায়নগঞ্জের আড়াই হাজারে কর্মরত) এ প্রতিনিধিকে বলেন, দলিল রেজিস্ট্রি করার সময় ভূমি অফিসের কাগজপত্র দেখেই আমি রেজিস্ট্রি করেছি।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত চলমান আছে। তদন্ত শেষ না হলে কিছু বলতে পারছি না। এছাড়া দু-এক দিনের মধ্যে নীলগঞ্জ তহশিল অফিস পরিদর্শন করা হবে বলে জানান তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, সহকারী কমিশনার (ভূমি) কলাপাড়া কে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো: কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি সঠিক হলে এগুলো কোনক্রমেই বরদাশত করা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com