স্টাফ রিপোর্টার: স্বামী নাজিমদ্দিন মারা গেছেন ৫/৭ বছর আগে। অন্যের বাড়িতে কাজ ও মাঝে মাঝে ভিক্ষা করে কোনমতে সংসার চালান তিনি। নুন আন্তে পান্তা ফুরানোর অবস্থা তার। পুরাতন একটি টিউবওয়েলের পানি খেতো তিনি। টিউবওয়েল এতই শক্ত চেপে পানি তুলতে গেলে বুকে ব্যাথা লাগত। একটি নতুন টিউবওয়েল ছিল তার স্বপ্ন। বলছি শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কান্দাপাড়া এলাকার রাশিদা বেওয়ার কথা।
রশিদা বেওয়ার স্বপ্ন পূরন করেন বাংলাদেশ সমাচার পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শফিউজ্জামান রানা। গত সোমবার (২৭জুলাই) এ অসহায় মহিলাটিকে কথা দিয়েছিলেন তাকে বিশুদ্ধ ও নিরাপদ পানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন। বুধবার (১১আগস্ট) সকালে নকলা শহর থেকে নিজে টিউবওয়েল ও স্থাপনের জন্য সরঞ্জাম নিয়ে হাজির হন রাশিদা বেওয়ার বাড়ি। স্থাপন করান টিউবওয়েল। নিজের টিউবওয়েলের পানি পান করে সাংবাদিক রানাকে জড়িয়ে ধরে কেঁদে উঠেন রশিদা বেওয়া। নতুন ও নরম টিউবওয়েল পেয়ে রাশিদা বেওয়ার মুখে হাসির ঝিলিক।
সাংবাদিক শফিউজ্জামান রানা যায়যায়দিনকে জানান, পুরাতন ও নস্ট টিউবওয়েল চাপতে রাশিদা বেওয়া (খালার) অনেক কস্ট হতো। আমি তার কস্ট দেখে গত মাসে বলে আসি তাকে একটি নতুন টিউবওয়েল দিব। গতকাল আমি শহর থেকে টিউবওয়েল ও তা স্থাপনের জন্য যাবতীয় সরঞ্জাম নিয়ে দাড়িয়ে থেকে লেবার দিয়ে স্থাপন করাই এবং রাশিদা বেওয়া (খালার) মুখে হাসি ফুটাতে সামান্য চেষ্ঠা করেছি মাত্র।