স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বজ্রপাতে নিহত কৃষি শ্রমিক আজিজুল হকের পরিবারকে উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১১আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লাভা এলাকায় নিহতের নিজ বাড়িতে পরিবারের হাতে ওই অর্থ প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, মেয়র হাফিজুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান যায়যায়দিনকে জানান, লাভা এলাকায় আজিজুল হক নামের এক কৃষি শ্রমিক বজ্রপাতে মারা গেছেন বলে একটি সংবাদ পাই। পরে নিহতের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার ও নকলা পৌরসভার পক্ষ থেকে আরো ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১১আগস্ট) দুপুরে উপজেলার লাভা এলাকায় আমন ধান ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষি শ্রমিক আজিজুল হক (৩৫) এর মৃত্যু হয়। এ সময় বাবু (৪৩) এবং মো. হুমায়ুন (২৩) নামে আরো দুই কৃষি শ্রমিক আহতের সংবাদ পাওয়া যায়।