যশোর : যশোরের শার্শায় ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। এসময় চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করে তারা। গত বুধবার সন্ধায় শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকা থেকে এ মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়৷
আটককৃত হল- শার্শা উপজেলার কাজীর বেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আল-আমিন (২৭), আমির হোসেনের ছেলে তোহিদুল ইসলাম (২৮), ঝিকরগাছা উপজেলার করিম আলী গ্রামের আঃ সাত্তারের ছেলে নাজিম উদ্দিন (৩৩)।
জানাযায়, বুধবার সন্ধা ছয়টার দিকে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের মাস্টার খ্যাত আলামিন ও তার সহযোগী নাজিম উদ্দিনকে ৩টি মোটরসাইকেল ও চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের পাঞ্চিং সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদের স্বীকারোক্তি ও তথ্যমতে রাত আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার বেনাপোল ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোর সিন্ডিকেটের আরেক সদস্য তোহিদুল ইসলামকে ১টি চোরাই সন্ধিগ্ধ মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরি মামলা তদন্তাধীন ও বিচারাধীন আছে। এ ঘটনায় উপ-পরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন।