নালিতাবাড়ী (শেরপুর) : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। এসব কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয়েছে পৃথক ১০টি সাংগঠনিক দল।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে চলবে পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন, কালো ব্যাচ ধারণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। এরপর দুপুর থেকে পৃথকভাবে উপজেলার ১২টি ইউনিয়নে চলবে আলাদা মিলাদ মাহফিল ও আলোচনা সভা। এসব সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় জনপ্রতিনিধি ছাড়াও উপজেলা আওয়ামী লীগ গঠিত নেতৃবৃন্দের একটি করে দল অংশ নেবেন।
এরই লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হককে সমন্বয়কারী করে ১০টি দলের প্রধানের দায়িত্বে রয়েছেন, যথাক্রমে-১. উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক ২. উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর ৩. জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক ৪. উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দলিল উদ্দিন আহমেদ ৫. উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী ৬. উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন ৭. উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল ৮. উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ৯. উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু ও ১০ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহার স্বপন।
এ ১০টি দলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে আয়োজিত শোক দিবসের কর্মসূচীতে অংশ নিবে।