স্পোর্টস ডেস্ক : জ্যামাইকা টেস্টের প্রথম দিন ব্যাটিং দুর্দশায় কাটল। ২১৭ রানে অলআউট হলো পাকিস্তান। স্বস্তিতে ছিল না ওয়েস্ট ইন্ডিজও। দিন শেষ করেছে দুই উইকেটে ২ রান করে।
উইন্ডিজ তাদের দুই ব্যাটসম্যানকে হারায় মাত্র ১ রানে। মোহাম্মদ আব্বাস তৃতীয় ওভারে বল হাতে নিয়ে পরপর কিয়েরনক পাওয়েল ও এনক্রুমাহ বোনারকে খালি হাতে ফেরান। দলের দুই রানের একটি এসেছে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাট থেকে, অন্যটি অতিরিক্ত খাত থেকে।
টস হেরে ব্যাট করতে নেমে কম ভোগেনি পাকিস্তানও। ৬৮ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নেন। এর মধ্যে অধিনায়ক বাবর আজমের একার রান ছিল ৩০।
মূলত ফাওয়াদ আলম ও ফাহিম আশরাফের ৮৫ রানের জুটিই পাকিস্তানকে পথে ফেরায়। ফাহিম রান আউট হয়ে হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হন, করেন ৪৪ রান। ফাওয়াদের ব্যাট থেকে আসে ইনিংস সেরা ৫৬ রান। শেষ দিকে হাসান আলীর ১৪ রানের কল্যাণে দুইশ ছাড়ায় সফরকারীরা।
জেসন হোল্ডার ও জেডেন সিলস তিনটি করে উইকেট নিয়ে উইন্ডিজের সেরা বোলার।