স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মহিলা ইউনিট নকলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল ৯টার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটি।
এ সময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মহিলা ইউনিট শেরপুর জেলা শাখার সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, নকলা শাখার সম্পাদিকা সানজিদা খানম, সম্মানিত সদস্য শারমীন ফেরদৌস, সুইটি বেগম, সাবিনা ইয়াসমিন, আজিজুন নাহার, তাসলিমা আক্তার লতা, লিপিকা বণিক, রাবেয়া বেগম সূচি প্রমুখ উপস্থিত ছিলেন।