নালিতাবাড়ী (শেরপুর) : ৭নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউপি সদস্য আবু জাফর বাবু, এসআই শাহীন সাফওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান মানিক প্রমুখ।
এসময় ইউপি সচিব গোলাম কবীরসহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।