স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ফলে তারকা খেলোয়াড়দের ছাড়াই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হবে।
করোনার কারণে আইপিএলের চর্তুদশ আসর স্থগিত হয় গত মে মাসে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। তিন সপ্তাহের মধ্যেই বাকি ৩১ ম্যাচ শেষ করতে চায় বিসিসিআই। ১৫ অক্টোবর হবে প্রতিযোগিতার ফাইনাল।
আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আলোচনা চলছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি এখন আয়োজন করতে চাচ্ছে না। ভেন্যু না পাওয়া বড় কারণ। দুই পক্ষের আলোচনায় সিরিজ স্থগিত হয়েছে। ফলে আইপিএলে অংশগ্রহণে ওয়ার্নারদের কোনো বাধা নেই।
ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে। ২০ জন অজি ক্রিকেটার আইপিএলের দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ। ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বাস করে, সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলার মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতিও নিতে পারবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার যারা আছেন আইপিএলে: গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিস্টিয়ান, কেন রিচার্ডসন, জশ ফিলিপ্পে, অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল সামস, ময়েজেস হেনরিক্স, রিলে মেরেডিথ, ঝাই রিচার্ডসন, জ্যাসন বেহরেনডফ, জশ হ্যাজেলউড, নাথান কোল্টার-নাইল, ক্রিস লিন, প্যাট কামিন্স, বেন কাটিং, ডেভিড ওয়ার্নার, মিচেশ মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই।