স্পোর্টস ডেস্ক : করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ মাঠে গড়াচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ভারত থেকে টুর্নামেন্ট চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে।
গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আইপিএলের বাকি অংশে খেলার জন্য তারা ক্রিকেটারদের ছাড়পত্র দেবে। ফলে গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিসদের দেখা যাবে আরব আমিরাতে।
তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের একটি সূত্র জানিয়েছে, চারজন ক্রিকেটারকে আইপিএলের দ্বিতীয় পর্বে না দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা হলেন-প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, ঝি রিচার্ডস এবং রিলে মেরেডিথ।
এই চারজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। দুই সফরেই টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া।
কামিন্সকে হারালে সেটা কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা হবে। দলটির বোলিং আক্রমণের প্রধান অস্ত্র ডানহাতি এই পেসার। অন্যদিকে মেরেডিথ ও ঝি রিচার্ডসন খেলেন পাঞ্জাব কিংসে। কেন রিচার্ডসনের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।