1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

চার দিন আগেই ঢাকায় নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। তার চার দিন আগেই সফরকারী দলের দুই ক্রিকেটার ঢাকায় পা রেখেছেন। শুক্রবার (২০ আগস্ট) বাংলাদেশে এসেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ব্যাটসম্যান ফিন অ্যালেন।

গত ৯ আগস্ট এই সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট। তাদের মধ্যে ডি গ্র্যান্ডহোম ও অ্যালেন দ্য হান্ড্রেড খেলতে ইংল্যান্ডে ছিলেন। অন্যরা প্রত্যেকেই আছেন দেশে।

চার দিনের জন্য নিজ দেশে না ফিরে লন্ডন থেকে বাংলাদেশে চলে এসেছেন অ্যালেন ও ডি গ্র্যান্ডহোম। ঢাকায় পৌঁছে এখন হোটেল রুমে কোয়ারেন্টাইনে আছেন দুজন। দলের বাকি ক্রিকেটাররা মঙ্গলবার আসবেন নিউ জিল্যান্ড থেকে।

১০০ বলের ক্রিকেটের বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলেছেন অ্যালেন। আর ডি গ্র্যান্ড হোম খেলেন সাউদার্ন ব্রেভে।

গত ১৭ আগস্ট বাংলাদেশের বায়ো-বাবল ব্যবস্থা দেখতে এসেছেন নিউ জিল্যান্ড ক্রিকেটের তিন পর্যবেক্ষক। তাদের রিপোর্ট পাঠানোর কথা।

আগামী ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায় হবে প্রথম টি-টোয়েন্টি। পরের চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

নিউ জিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, কোল ম্যাককেনকি, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার, উইল ইয়াং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!