স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন ঢাকায় এসে করোনাভাইরাসে আক্রান্ত। দলের সঙ্গে থাকলেও কোয়ারেন্টাইনে আছেন তিনি। তার স্থলাভিষিক্ত হিসেবে দেশ থেকে কিউইরা উড়িয়ে আনছে বোলার ম্যাট হেনরিকে। পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি নিতে থাকা এই পেসারকে আগেভাগেই দলের সঙ্গে যোগ দিতে হচ্ছে। এটাই হতে যাচ্ছে তার প্রথম বাংলাদেশ সফর। ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে এই সুযোগ কাজে লাগাতে চান হেনরি।
হঠাৎ করে ডাক পেয়েছেন হেনরি। ব্যাটসম্যানের জায়গায় বোলার হিসেবে দলে ঢুকলেও নিজের সামর্থ্যের সেরাটা দিতে চান, ‘এইমাত্র স্টিডির (প্রধান কোচ গ্যারি স্টিড) কাছ থেকে ফোন কল পেলাম, তিনি আমাকে পরিস্থিতি সম্পর্কে জানালেন। মনে হচ্ছে ফিন ভালো আছে। কিন্তু আমার জন্য এটা (দলে ডাক পাওয়া) দারুণ একটা সুযোগ।’
মজা করেই বললেন, ‘ব্যাটিংয়ে ওপেন করতে পারার দারুণ সুযোগ এটা। কিন্তু তা না দেখুন, অবশ্যই এটা লাইক এ লাইক রিপ্লেসমেন্ট নয়। তবে আগেভাগে সেখানে যাওয়া ও বাংলাদেশে দলের সঙ্গে যোগ দিতে পারা সত্যিই রোমাঞ্চকর।’
বাংলাদেশে প্রথমবার খেলতে যাচ্ছেন হেনরি। তবে আত্মবিশ্বাসের কমতি নেই। ভারত ও সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি, ‘আমি বাংলাদেশে কখনো খেলিনি। সেখানে এটাই আমার প্রথমবার। আমি ভারত ও সংযুক্ত আরব আমিরাতে খেলেছি। উপমহাদেশীয় কন্ডিশনে আমার অভিজ্ঞতা আছে বলে আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে সেখানে যাচ্ছি। ওখানে সবশেষ সিরিজে (বাংলাদেশ-অস্ট্রেলিয়া) অনেক লো স্কোরিং ম্যাচ হয়েছে, তাই এই চ্যালেঞ্জ নিতে মরিয়া। আমি গত মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি, সেই অভিজ্ঞতা আমি কাজে লাগাব।’
বাংলাদেশের সঙ্গে আগেও খেলা হয়েছে হেনরির। কিন্তু নিজেদের মাটিতে। এবার বাংলাদেশের মাঠেই খেলা শক্ত হবে মনে করছেন, কিন্তু লিংকনের মন্থর উইকেটে অনুশীলন করা এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বললেন তিনি, ‘গত কয়েক বছরে আমি বাংলাদেশের বিপক্ষে খেলেছি। কিন্তু সেগুলো ছিল আমাদের কন্ডিশনে, যা বাংলাদেশের কন্ডিশনের চেয়ে একেবারেই আলাদা। বাংলাদেশ তাদের সবশেষ সিরিজে খুব শক্তিশালী ছিল। ঘরের মাঠে তারা খুবই কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিচিত। লিংকনে স্লোয়ার উইকেটগুলোতে আমরা বেশ ভালো কিছু ট্রেনিং করেছি। অনেক পরিবর্তন থাকবে সেখানে এবং ভিন্ন রকমের বোলিং হবে। ওইসব কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমার আছে।’
বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেনের কাছ থেকে পাওয়ায় আত্মবিশ্বাসী তিনি, ‘বাংলাদেশের সঙ্গে শেনের বন্ধন অনেক শক্ত। তার সঙ্গে যোগাযোগ থাকা এবং এই সিরিজের জন্য পরিকল্পনা করতে পারা দারুণ। কী আশা করতে হবে সেটা জানতে পারা দারুণ ব্যাপার।’