স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যান হিসেবে চলতি বছর একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টেস্ট ক্রিকেটে চলতি বছর এরই মধ্যে ৬ সেঞ্চুরিতে প্রায় ১৪০০ রান করে ফেলেছেন তিনি। সম্ভাবনা জাগিয়েছেন এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার।
সেই রেকর্ড তিনি ভাঙতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। তবে এর আগে অধিনায়কত্বের নতুন চূড়ায় উঠেছেন রুট। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ টেস্ট জয়ী অধিনায়ক এখন তিনি।
শনিবার হেডিংলি টেস্টে ভারতের বিপক্ষে ইনিংস ও ৭৬ রানে জিতেছে ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে রুটের এটি ২৭তম টেস্ট জয়। এতদিন ধরে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ২৬ টেস্ট জয়ের রেকর্ড ছিল মাইকেল ভনের দখলে। সেটি এখন নিয়ে নিলেন রুট।
রুটের এই ২৭ জয়ের মধ্যে ১৭টি ঘরের মাঠে। ইংল্যান্ডের অধিনায়কদের মধ্যে ঘরের মাঠে সবচেয়ে বেশি ১৯ ম্যাচ জিতেছেন অ্যান্ড্রু স্ট্রাউস। সেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে রুট।
হেডিংলি টেস্টে দুই ইনিংস মিলে ৪ উইকেট নিয়েছেন জিমি অ্যান্ডারসন। যার সুবাদে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে এক দেশে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তিনি। নির্দিষ্ট কোনো দেশে সর্বোচ্চ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। তিনি নিজ দেশে নিয়েছেন ৪৯৩ উইকেট।