1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

বার্সার কষ্টের জয়

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গেতাফেকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরুর পর গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-১ ড্র করে বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বার্সা। বাঁ দিক থেকে ডি-বক্সে নিচু বল বাড়ান জর্দি আলবা। একজনকে ফাঁকি দিয়ে টোকায় বল জালে জড়ান সার্জিও রবার্তো।

৯৬ সেকেন্ডের গোলটি লা লিগায় গত ছয় বছরে বার্সেলোনার হোম ম্যাচে দ্রুততম। শুরুতে এগিয়ে গেলেও এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ১৯ মিনিটে ম্যাচে সমতা আনে গেতাফে। কার্লোস আলেনার সাথে বল দেয়া-নেয়ার ফাঁকে দারুণ শটে গোল করেন সান্দ্রো রামিরেস। নতুন মৌসুমে লিগে গেতাফের এটি প্রথম গোল।

ম্যাচে সমতা আসার পর ক্ষেপে যায় বার্সা। ৩০ মিনিটেই আদায় করে জয়সূচক গোল। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাসে দারুণ কারিকুরিতে প্রতিপক্ষের জাল কাপান মেমফিস ডিপে। প্রথমার্ধে ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল গেতাফে। কিন্তু স্টেগানের বদান্যতায় বেচে যায় বার্সা। শেষের দিকে চাপ বাড়ালেও সমতায় আসতে পারেনি গেতাফে। চলমান লিগে টানা তৃতীয় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে দলটি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। প্রথম তিনটি স্থানে থাকা রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও ভালেন্সিয়ার পয়েন্টও সমান ৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com