স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে ২৮ বছর পর হারের তিক্ত স্বাদ পেয়েছিল গত ম্যাচে। সুইডেনের কাছে সেই হারের ঝাঁজ যেন জর্জিয়ার ওপর মেটালো স্পেন। রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ে তাদের এক হালি গোল দিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।
নিজেদের মাঠ নুয়েভো ভিভেরোয় ‘বি’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্পেন। ৫ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
ম্যাচে পরিষ্কার দাপট ছিল স্পেনের। ১৪ মিনিটের মাথায় হোসে গায়ার গোলে এগিয়ে যায় তারা। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস সোলার। প্রথমার্ধেই ৩-০ করে ফেলেন ফার্নান্দো তোরেস। ৪১ মিনিটে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটাই প্রতিরোধ গড়েছিল জর্জিয়া। ৬৩ মিনিটে পাবলো সারাবিয়া এক হালি পূর্ণ করে দিলেও পরে আর গোল হজম করেনি জর্জিয়া। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লা রোজারা।
স্পেন জিতলেও নিশ্চিন্ত থাকতে পারছে না। কেননা গ্রুপ পেরিয়ে সরাসরি কাতার বিশ্বকাপে যাওয়ার দৌড়ে ভালো অবস্থানে আছে সুইডেনও। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডিশরা।