1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

পাঁচ ম্যাচ পর জিতলো বিশ্ব চ্যাম্পিয়নরা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরো কাপে জার্মানিকে হারানোর পর যেনো জিততেই ভুলে গিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এরপর টানা পাঁচ ম্যাচ ড্র করেছে তারা। যার মধ্যে একটিতে ছিলো টাইব্রেকারে পরাজয়। এই পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে দেখা পেলো দিদিয়ের দেশমের শিষ্যরা।

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ২০১৮ সালের বিশ্বকাপজয়ীরা। বসনিয়া হার্জেগোভিনা ও ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। পাঁচ ম্যাচ পর দলকে জেতানোর কৃতিত্ব জোড়া গোল করা অ্যান্তনিও গ্রিজম্যানের।

নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই খেলেছে ফ্রান্স। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল রেখেছে নিজেদের কাছে, অন্তত ২০টি প্রচেষ্টা চালিয়েছে গোলের জন্য। যার মধ্যে ছয়টি ছিলো লক্ষ্য বরাবর, দুইটিতে মিলেছে গোল। অন্যদিকে ফিনল্যান্ড মাত্র ১টি শট রাখতে পেরেছিল লক্ষ্য।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এবারের দলবদলে চমক হিসেবেই এসেছিল গ্রিজম্যানের বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে যাওয়ার খবর। সেই তিনিই এবার আলো ছড়ালেন জাতীয় দলের হয়ে। ম্যাচের ২৫ মিনিটের সময় করিম বেনজেমার এসিস্টে প্রথম গোল করেন গ্রিজম্যান।

এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৮ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার বেনজেমার কাছ থেকে বল পেয়ে সেটি ডি-বক্সে বাড়ান লিও দুবে। চতুর ফিনিশিংয়ে ফিনল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দেন গ্রিজম্যান।

এ জোড়া গোলের পর জাতীয় দলের হয়ে ৯৮ ম্যাচে গ্রিজম্যানের গোল হলো ৪১টি। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে তিন নম্বরে তিনি।

ফিনল্যান্ডকে হারিয়ে ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্রতে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। এক ম্যাচ কম খেলে পাঁচ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইউক্রেন। চার ম্যাচ খেলা ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়, পয়েন্ট ৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com