1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

রোনালদোর গোল তবুও হারল ম্যান ইউ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : আক্রমণই সেরা রক্ষণ-এই কৌশলই ম্যাচ জেতাল ইয়াং বয়েজকে। সুইজারল্যান্ডের ক্লাবটি এবারে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের উল্লাস নিয়ে মাঠ ছাড়ল। ইনজুরি টাইমের শেষ মিনিটের গোলে ইয়াং বয়েজ হারাল ম্যানচেষ্টার ইউনাইটেডকে। রোনালদো ম্যাচে গোল পেলেও ম্যানচেষ্টার ইউনাইটেড হার দিয়ে শুরু করল চ্যাম্পিয়ন্স লিগ।

ম্যাচের ১৩ মিনিটে রোনালাদের গোলেই এগিয়ে যায় ম্যান ইউ। প্রতিপক্ষের মাঠে গোলের সেই লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রেড ডেভিলসরা। তবে ম্যাচের ৩৫ মিনিটের সময় ১০ জনের দলে পরিণত হয় তারা। বাজে ফাউল করে লালকার্ড দেখে অ্যারন ওয়ান-বিসাকা। এই লালকার্ডের পর আক্রমণ থেকে নিজেদের গুটিয়ে নিয়ে রক্ষণে জোর দেয় ম্যান ইউ। কিন্তু তাও হার বাঁচাতে পারল কই?

দ্বিতীয়ার্ধের পুরোটাই জুড়ে ইয়াং বয়েজ আক্রমণ চালিয়ে গেল, আর ম্যান ইউ মুখের সামনে গ্লাভস ধরে রেখে নকআউট পাঞ্চ এড়ানোর চেষ্টা চালাল। তাতেও লাভ হলো না। ম্যাচের ৬৬ মিনিটের সময় দারুণ পরিকল্পিত আক্রমণ থেকে ম্যাচে সমতা আনে ইয়াং বয়েজ।

ডি বক্সের ডানপ্রান্ত থেকে মেসচাক এলিয়া আড়াআড়ি পাস বাড়ান। সামনে দাড়ানো ম্যান ইউ’র ডিফেন্ডার সেই বলে পা লাগাতে পারেননি। আরেক ডিফেন্ডার রাফায়েল ভারানেও পেছনে পড়ে যান। সমান্তরালে দাড়ানো ইয়াং বয়েজের মাউমি গামেলু আলতো ভঙ্গিতে বলে পাঁ ছোয়ান। ম্যান ইউ গোলকিপার হাত বাড়ালেও গোল বাঁচাতে পারেনি। ম্যাচে সমতা আনার পর ইয়াং বয়েজ জয়ের ক্ষিদে নামে যেন! আক্রমণের পর আক্রমণ করে ম্যান ইউ’র রক্ষণভাগ কাঁপিয়ে তোলে তারা।

ম্যাচের ৭২ মিনিটের সময় রোনালদোকে মাঠ থেকে উঠিয়ে নেন ম্যান ইউ কোচ। বদলি হিসেবে নামলেন জেসি লিনগার্ড। স্পষ্ঠ বোঝা গেল ম্যাচে এক পয়েন্টের জন্যই চেষ্টা চালাচ্ছে ম্যান ইউ। কিন্তু তাও পেল কই?

ইনজুরি টাইমের শেষ মিনিটে জেসি লিনগার্ড বড় ভুল করলেন। গোলকিপার ডেভিড ডি গিয়ার দিকে ব্যাকপাস দিলেন। কিন্তু সামনে যে দাড়িয়ে ছিলেন জর্ডান সেইবাইচু। বল ধরে সেইবাইচু সামনে একা থাকা ম্যান ইউ গোলকিপারকে সহজেই পরাস্ত করলেন। বল জালে। স্কোরলাইন ইয়াং বয়েজ ২, ম্যান ইউ ১। পুরো ওয়াঙ্কড্রফ স্টেডিয়ামে তখন বাঁধভাঙ্গা উল্লাস।

ডাগআউটের বেঞ্চে বসে দুঃশ্চিন্তাগ্রস্ত রোনালদো দেখলেন দলের হার !

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!