মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে চলতি আমন মৌসুমে কৃষকের ফসল উৎপাদনে বাম্পার ফনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলতে রোপণকৃত রোপা-আমনের মাঠ পরিদর্শনে বিভাগীয় কার্যক্রমের মনিটরিং নিয়মিত শুরু করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।
এরই অংশ হিসেবে গত (৭ অক্টোবর) বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নে কৃষকদের রোপা-আমন কৃষি ফসলী মাঠ পরিদর্শন করে ফলন ভাল করেতে কৃষকদের নানা দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, এ বছর উপজেলায় রোপা-আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫০ হেক্টর এবং রোপা-আমন অর্জনে ১৫ হাজার ৪শ হেক্টর। ব্রি ধান-৫২, ব্রি ধান-৭৫, ব্রি ধান-১৭, ব্রি ধান-৮৭ জাত এর মধ্যে রোপা-আমনের বীজ উৎপাদন প্রদর্শনী প্লট রয়েছে ৭টি। রাজস্ব খাতের জন্যও উপজেলায় মোট ৩০টি প্রদর্শনী রয়েছে। এসব প্রদর্শনী থেকে বীজ সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।
এসময় ধানশাইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার শামিম এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।