1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

ক্যারিবীয়দের বিপক্ষে লঙ্কানদের দল ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আগামী শনিবার থেকে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটির জন্য আজ (বুধবার) দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ না খেলা অধিনায়ক দিমুথ করুণারত্নকে নেতৃত্বের ভার দিয়ে ১৫ সদস্যের দল সাজিয়েছে স্বাগতিকরা।

ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে ঘরে ও সর্বশেষ পাকিস্তানের মাঠে ওয়ানডে সিরিজ খেলে শ্রীলঙ্কা। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি ১০জন নিয়মিত লঙ্কান খেলোয়াড়। তাদের অনুপস্থিতিতে দলটিকে নেতৃত্ব দেন লাহিরু থিরিমান্নে। এছাড়াও নতুন কিছু মুখ সুযোগ পায় সফরটিতে। তবে উইন্ডিজদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাদের সরিয়ে দিয়ে শক্তিশালি দল গঠন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

প্রায় বছর খানেক পরে লঙ্কান ক্রিকেট দলে ফিরলেন নিরোশান ডিকওয়েলা। সর্বশেষ গত বছরের মার্চে জাতীয় দলে খেলেছিলেন তিনি। এছাড়াও পাকিস্তানে যেতে না চাওয়া কুশাল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা এবং অ্যাঞ্জেলো ম্যাথুজও ফিরেছেন ১৫ জনের স্কোয়াডে। পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলেছিলেন ওপেনার দানুস্কা গুণাথিলাকা। তবে ইনজুরির জন্য মিস করছেন এ সিরিজ।

কলম্বোতে ২২ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপরে ২৬ ফেব্রুয়ারি হাম্বানটোটা ও ১ মার্চ পাল্লেকেল্লেতে খেলবে বাকি দুই ওয়ানডে। এরপরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

শ্রীলঙ্কা স্কোয়াড

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশাল পেরেরা, শেহান জয়াসুরিয়া, নিরোশান ডিকওয়েলা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙা, লাকসান সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com