1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

আগামী অর্থবছরে মাথাপিছু আয় বাড়বে, আশা অর্থমন্ত্রীর

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা প্রকাশ করেছেন, আগামী ২০২২-২০২৫ অর্থবছরে বাংলাদেশিদের মাথাপিছু আয় ৩ হাজার ৮৯ মার্কিন ডলারে উন্নীত হবে।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশার কথা শোনান তিনি।

আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু আয় নিয়ে যে প্রজেকশন করেছে, তা পূর্ণাঙ্গ নয় বলে দাবি করেছেন অর্থমন্ত্রী।

সম্প্রতি আইএমএফ বৈশ্বিক প্রবৃদ্ধি কমার যে পূর্বাভাস দিয়েছে, সেখানে বাংলাদেশকে কিভাবে দেখছেন এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাবে কিসের ভিত্তিতে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘গতবছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ।

এ সময়ে আমাদের জিডিপির আকার হবে ৪৫৫ বিলিয়ন ডলার। এ ৪৫৫ বিলিয়ন ডলারকে আমাদের জনসংখ্যা দিয়ে ভাগ দিলেই মাথাপিছু আয় ২ হাজার ৭৮৫ ডলারে উন্নীত হবে। এটা হচ্ছে আমাদের এ বছরের হিসাব। আশা করি, আগামী অর্থবছরে আমাদের জিডিপির আকার অর্ধ-ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করবে।’

মুস্তফা কামাল বলেন, ‘আইএমএফ সব সময় বিশ্বের অর্থনীতি বিশ্লেষণ করে পর্যবেক্ষণ বা প্রতিবেদন প্রকাশ করে। আমরা প্রত্যাশা করছি ৭.২ শতাংশ, এর বিপরীতে আইএমএফ বলছে ৬.৬ শতাংশ আমরা অর্জন করতে সক্ষম হবো। আইএমএফ সব সময় কনজারভেটিভলি সব দেশের বিষয়ে প্রক্ষেপণ করে। আমার বিশ্বাস, অবশ্যই অতীতের মতো আমরা যা বলেছি, সেটা অর্জন করতে সক্ষম হবো। আগামী বছর আমাদের মাথাপিছু আয় ৩ হাজার ৮৯ মার্কিন ডলার হবে। জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ, এটা আমার মোটামুটি হিসাব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com