স্পোর্টস ডেস্ক : নাম তার শেফালি ভার্মা। বয়স ১৬ বছর ৩৬ দিন। আর এই বয়সেই তিনি আইসিসির নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষে আরোহণ করেছেন। আজ বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে তিনি ১৯ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১ নম্বর অবস্থানে। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে। যিনি ২০১৮ সালের অক্টোবর থেকে শীর্ষস্থান ধরে রেখেছিলেন।
ভার্মা ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে নারী বিশ্বকাপে খেলতে এসেছিলেন। বিশ্বকাপে চার ম্যাচে তিনি ১৬১ রান করেছেন। তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৭ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানের বিস্ফোরক ইনিংস রয়েছে। তাতে ১৯ রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। মোট ৭৬১ (ক্যারিয়ার সেরা) রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে উঠেছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্ব দেখালেন তিনি। তার আগে মিতালি রাজও উঠেছিলেন টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে।
২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় শেফালির। এ পর্যন্ত ভারতের হয়ে তিনি ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন ৪৮৫। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৭৩ রান।
৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের বেটস আছেন দ্বিতীয় স্থানে। ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বেথ মুনি তৃতীয়, ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের সোফি ডিভানি চতুর্থ ও ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার মেগ লেনিং রয়েছেন পঞ্চম স্থানে।
বাংলাদেশের বোলার রিতু মনি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ১৮ রান দিয়ে ক্যারিয়ার ও বাংলাদেশের সেরা ৪ উইকেট নিয়ে বাজিমাত করেন। তার এই পারফরম্যান্স তাকে ১৮ ধাপ উপরে উঠতে সহায়তা করেছে। ১৮ ধাপ উন্নতি করে তিনি অবস্থান নিয়েছেন ৯৬তম স্থানে।