বিনোদন ডেস্ক : ‘অভিনন্দন! তোমার জন্য গর্বিত সৃজিত’— বর সৃজিতকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক টুইটে এসব কথা লিখেন রাফিয়াথ রশীদ মিথিলা।
কিন্তু হঠাৎ স্বামীকে কেন অভিবাদন জানাচ্ছেন মিথিলা? জানা যায়, পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’ সিনেমা এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। মোট ২৩টি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি। গত সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে এ পুরস্কার প্রদান করা হয়।
এরপর পুরস্কার গ্রহণের ছবি টুইটারে পোস্ট করেন সৃজিত। মজার ব্যাপার হলো— এই পুরস্কার সদ্য বিবাহিত স্ত্রী মিথিলাকে উৎসর্গ করেননি। বরং এই সিনেমার রাজা চরিত্র রূপায়নকারী যীশু সেনগুপ্ত ও সিনেমাটির মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুকে উৎসর্গ করেন। আর এই পোস্টে মন্তব্য করে স্বামী সৃজিতকে অভিনন্দন জানান মিথিলা।
দীর্ঘ নাটকীয়তার পর গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার পরের দিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুইজারল্যান্ডে। পরবর্তীতে গ্রীসে নিজেদের মতো সময় কাটিয়ে দেশে ফিরেন এই দম্পতি। কিছুদিন আগে জামাই হয়ে বাংলাদেশে এসেছিলেন সৃজিত।